জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

সবচেয়ে বড় বিড়াল “লুডো”

আজ আপনাদের দেয়া হল ঘরের অন্যতম এক সদস্য বিড়ালের কথা। এ কিন্তু যে সে বিড়াল নয়! পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালের খেতাবটি তাঁর দখলে। মহাশয়ের নাম হচ্ছে “লুডো”


লুডো হচ্ছে মূলত একটি মেইনে কুন প্রজাতির বিড়াল যারা পরিচিতই তাদের অস্বাভাবিক দৈর্ঘ্যের কারণে। তবে লুডোর কথা কিছুটা আলাদা। এটি লম্বায় প্রায় ১১৮.৩৩ সেন্টিমিটার লম্বা।

লুডোর মালিক কেলসি কোথায় বেড়াতে গেলে লুডোকে একটি কুকুরের বাক্সে ভরে নিয়ে যান। কারণ, লুডোর শরীর এতই লম্বা যে একটি সাধারণ বিড়ালের ঘরে তাঁর শরীর আঁটে না।

কেলসি বলেন, “লুডোকে নিয়ে আমার কোন সমস্যাই হয় না। এর শরীর এতোটাই বড় যে ঘরে কোথায় লুকিয়ে থাকলেও আমিম এর দেখা পেয়ে যাই”
সূত্রঃ বিবিসি
লেখকঃ দুরন্ত পথিক

কোন মন্তব্য নেই: