প্রফেশনাল ফটোগ্রাফি করতে DSLR ক্যামেরা অপরিহার্য। শখের
ফটোগ্রাফারাও এখন DSLR ক্যামেরার দিকে ঝুঁকছে। কিন্তু বিশাল লেন্স ও
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো এবং ফটোগ্রাফি করা নিতান্তই কষ্টকর।
যারা এই নিয়ে চিন্তিত তাদের জন্য সুখবর। সকল দিকে নাক গলিয়ে i-Phone এবার হানা দিল DSLR ক্যামেরা রাজত্বে।
দেখুন i-Phone দিয়ে কিভাবে করা যায় ফটোগ্রাফি,
ট্রাইপডেও ব্যবহার করা যাবে।
এবার দেখুন i-Phone 4 With Dslr lens দিয়ে তোলা কিছু ছবি।
এমনকি i-Phone এখন টিভি ক্যামেরা এবং পেরিস্কোপেও ব্যবহার হচ্ছে।
আর কত কিছু দেখাবে এই i-Phone।
ছবি সংগ্রাহকঃ Duronto Pothik
ছবি সংগ্রাহকঃ Duronto Pothik
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন