জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

সবচেয়ে বড়লোক পাঁচ ‘টিনএজার’

তাদের বয়স এখনো কুড়ি হয়নি, কিন্তু সম্পত্তির দাম ছাড়িয়ে গেছে ১০ লক্ষ ডলার৷ বিশ্বের সবচেয়ে ধনী ‘টিনএজার’ বা ‘টিনস’ তারা৷ ছবিঘরে থাকছে এমন পাঁচজন তরুণ-তরুণী বড়লোকের কথা৷


নিক ডি’আলোয়িসিয়ো:

ইংল্যান্ডের প্রোগ্রামার৷ লন্ডনে জন্ম ১৯৯৫ সালের ১ নভেম্বর, সুতরাং বয়স এখনো ২০ বছরও হয়নি৷ এ বয়সেই তাঁর রয়েছে মোট ৩০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি৷ ঘরে বসে নিক তৈরি করেছিলেন ‘সামলি’ নামের এক ‘অ্যাপ’৷ তা চড়াদামে কিনে নেয় ইয়াহু৷ ২০১৪ সালে ‘অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ড’-ও জিতেছেন নিক ডি’আলোয়িসিয়ো৷



অ্যাবিগেইল ব্রেসলিন:
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী৷ জন্ম নিউইয়র্কে, ১৯৯৬ সালের ১৪ এপ্রিল৷ অভিনয়ের সূত্রেই খুব কম বয়সে তারকাখ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন শুরু৷ মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেসলিন৷ বয়স ১৯ হতে এখনো কয়েক দিন বাকি, কিন্তু এরই মাঝে ১২ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে গেছেন ‘জম্বিল্যান্ড’ এবং ‘দ্য কল’ চলচ্চিত্রের জন্য তারকাখ্যাতি পাওয়া হলিউডের এই অভিনেত্রী৷


জেডেন স্মিথ:
জেডেন স্মিথও যুক্তরাষ্টের নাগরিক৷ জন্ম ১৯৯৮ সালের ৮ জুলাই৷ একাধারে ব়্যাপার, অভিনেতা এবং ডান্সার হিসেবে খ্যাতি পেলেও অভিনয়ই তাঁর মূল পেশা৷ ‘দ্য পারস্যুট অফ হ্যাপিনেস’ এবং ‘দ্য কারাটে কিড’ খ্যাত অভিনেতা জেডেন স্মিথের নিজস্ব সম্পত্তির বাজার মূল্য এখন ৮ মিলিয়ন ডলার৷


ক্লোয়ি গ্রেস মরেৎস:
ক্লোয়ি গ্রেস মরেৎস-এর জন্ম অ্যাটলান্টায়, ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি৷ ‘কিক অ্যাস’ ছবিতে মিন্ডি হয়ে এবং ‘ইফ আই স্টে’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে খুব কম বয়সেই খ্যাতির আকাশে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিশোরী৷ তাঁর সম্পত্তির দামও ৮ মিলিয়ন ডলার৷


এলে ফ্যানিং:
তাঁর জন্ম ১৯৯৮ সালের ৯ এপ্রিল, যুক্তরাষ্টের জর্জিয়াতে৷ তিনিও অভিনেত্রী৷ অভিনয় সূত্রে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে সবচেয়ে ধনী টিনএজারদের তালিকায় নিজের বোন ডাকোটা ফ্যানিংকে পেছনে ফেলেছেন তিনি৷ অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলফিসেন্ট’ আর কমেডি মুভি ‘ড্যাডি ডে’ দেখলেই বুঝতে পারবেন এলে ফ্যানিং অভিনেত্রী হিসেবে কেমন৷

লেখকঃ দুরন্ত পথিক

কোন মন্তব্য নেই: