জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

অ্যাপল-এর ” স্মার্ট ঘড়ি ”

স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল ।


অ্যাপল ওয়াচ

স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন৷


অ্যাপল পে

অ্যাপল-এর নতুন সেবা ‘অ্যাপল পে’ সম্পর্কেও অত্যন্ত আশাবাদী কোম্পানিটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টিম কুক৷ কুপারটিনো শহরের ফ্লিন্ট সেন্টারে নতুন পণ্য সামগ্রীর মোড়ক উন্মোচনে আয়োজিত ঐ জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে কুক বলেন, এটা অচিরেই ক্রেতাদের ‘মানিব্যাগের বিকল্প’ হয়ে উঠবে৷


নতুন অভিযাত্রা

আইপ্যাড-এর পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যাপল-এর প্রথম নতুন পণ্য৷ অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা ‘আইগড’ নামে খ্যাত স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টওয়াচ ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷


দাম, ৩৪৯ মার্কিন ডলার

‘অ্যাপল ওয়াচ’-এর জন্য নিদেনপক্ষে আইফোন ৫-এর প্রয়োজন হবে৷ অর্থাৎ আইফোন ৩, ৩এস, ৪, ৪এস-এর সঙ্গে এই ঘড়ি চলবে না৷ ঘড়িটির দাম হবে ৩৪৯ মার্কিন ডলার৷ তবে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ঘড়িগুলোর দাম অবশ্য এর থেকে বেশি হবে৷ ‘সোয়েট প্রুফ’ অ্যাপেল ওয়াচ ২০১৫-এর আগে বাজারে ছাড়ার সম্ভাবনা নেই।


স্বাস্থ্য সেবা

অ্যাপল-এর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক ‘অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে৷ বলা বাহুল্য, এই কাজটা অ্যাপেল ওয়াচ করবে আইফোন ৫ অথবা তার থেকে আধুনিক আইফোন-এর সঙ্গে যুক্ত থেকে৷


‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’

অক্টোবরে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজোলিউশনসহ আইফোন-এর বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬ প্লাস’৷ ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি৷ বলা বাহুল্য, নানা ধরনের নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধা রয়েছে এই মডেলগুলোতে৷


পণ্য ব্যবহারেই চমকের উপলব্ধি

দীর্ঘ প্রতীক্ষার পর চমকের পর চমকে ভরা ছিল অ্যাপল-এর এই মহা ধুমধামের আয়োজন৷ তবে আসল চমকগুলোর জন্য মনে হয় ক্রেতাদের এ সব পণ্য ব্যবহারের স্বাদ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই!

সম্পাদনায়ঃ দুরন্ত পথিক