জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

রবিবার, ১৪ মে, ২০১৭

ক্লাউড সিডিং: চাইলেই ইচ্ছে মতন আবহাওয়া

মস্কোর সবচেয়ে বড় সামরিক প্যারেডের একদিন আগের শুরু হয়েছিল বৃষ্টি৷ আবহাওয়াবিদরা বলেছিলেন, পরদিন তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কিন্তু এতকিছুর পরও প্যারেডের সময়টা কিন্তু রৌদ্রজ্জ্বল ছিল৷ কিন্তু সেটা কীভাবে সম্ভব?

৯ই মে জার্মান নাৎসি বাহিনীর কাছ থেকে বিজয় অর্জন উদযাপন দিবস উপলক্ষ্যে মস্কোতে বিশাল প্যারেডের আয়োজন হয়৷ সাম্প্রতিক বছরগুলোতে এই দিনটি বরাবরই রৌদ্রজ্জ্বল ছিল৷ কিন্তু এ বছরে এসে আবহাওয়াবিদরা জানালেন ৯ মে অবিরাম তুষার আর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা৷ কিন্তু ঠিক প্যারেডের সময় মেঘের বদলে আকাশে দেখা দিল ঝলমলে সূর্য৷ এটা সম্ভব হয়েছে ‘ক্লাউড সিডিং'-এর কারণে৷

রুশ বিমানবাহিনী অতীতেও ‘ক্লাউড সিডিং' বা বৃষ্টিকণার বীজ বপন করেছেন৷ অর্থাৎ যে সময়টায় আকাশ পরিষ্কার থাকার প্রয়োজন, সেই সময়ের আগে বৃষ্টি কণার বীজ বপন করে বৃষ্টি ঝরিয়ে আকাশ পরিষ্কার করে ফেলা হয়৷ এর ফলে ঠিক প্যারেডের সময় সিটি সেন্টারে আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছিল৷ প্যারেড শেষের দিকে আকাশে একটি একটু করে মেঘ জমতে থাকল আর প্যারেড শেষে পুরো আকাশ মেঘে ছেয়ে গেলো৷

রবিবার মহড়ার সময়ও ক্লাউড সিডিং এর সফল পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছেন ডয়চে ভেলের প্রতিনিধি৷ ঠিক যতটা সময় আকাশ পরিষ্কার রাখার দরকার ছিল ততটা সময় আকাশ ছিল ঝকঝকে রৌদ্রজ্জ্বল৷ তবে এই প্রযুক্তি যে সবক্ষেত্রে খাটে এটা মানতে রাজি নন অনেকে৷

আবহাওয়াবিদদের মধ্যে এ নিয়ে ভিন্ন মত রয়েছে৷ বিভিন্ন গবেষণার ভিত্তিতে তারা বলছেন, আবহাওয়াকে প্রভাবিত করার সম্ভাবনা সীমিত৷ তারা বলছেন ক্লাউড সিডিং এর প্রযুক্তি একটা ছোট্ট এলাকায় কাজ করে কিন্তু বিস্তৃত পরিসরে এটা সম্ভব নয়৷ এর আগে একবার চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয়েছিল, কিন্তু সেখানে এই প্রযুক্তি কাজ করেনি৷


ক্লাউড সিডিং এর মূল মন্ত্র হলো – ঝড়ো মেঘের মধ্যে কৃত্রিম নিউক্লিয়াস প্রবেশ করানো৷ এর ফলে মেঘ ঐ নিউক্লিয়াসের সঙ্গে ঘনীভূত হয়ে ছোট ছোট বরফে পরিণত হয়, যেটাকে বলা হয় ‘সিলভার আয়োডায়িড পার্টিকেল'৷ কেবল রুশ সেনাবাহিনী নয়, জার্মানির ওয়াইন প্রস্তুতকারী চাষীরাও এই পদ্ধতি ব্যবহার করেন আঙুর ক্ষেতে ক্ষতি এড়ানোর জন্য৷ তবে এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হলো বিমানের মাধ্যমে পুরো এলাকায় নিউক্লিয়াস সলিউশন স্প্রে করা৷ ঝড়ো মেঘের উপরে বা মধ্যে বিমানটি প্রবেশ করিয়ে এই স্প্রে করা হয়, কণাগুলো এত ছোট হয় যে মাটিতে পড়ার আগে বৃষ্টির কণায় রূপ নেয়৷

এই পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না৷ কেননা যে পরিমাণ সিলভার আয়োডায়িড বৃষ্টির পানির সঙ্গে মাটিতে দ্রবীভূত হয়, তাতে রাসায়নিক ক্ষতিকর পদার্থের পরিমাণ এতই সামান্য, যে তাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না৷

কোন মন্তব্য নেই: