![]() |
কটা দিন পরে এটাও হতে পারে!! |
#তারানা_হালিম আমি আপনার দৃষ্টিসীমার মধ্যে আসবো কিনা জানিনা…… (?) আপনাকে বলার এতোটুকু ইচ্ছা ছিলোনা আমার, তবু আপনাকে বলছি …. আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় …।
একটা কাজ করুন না ….. প্রত্যেক নাগরিকের একটা করে আঙ্গুল কেটে নিয়ে রেখেদিন আপনার দপ্তরের তথ্য ভান্ডারে তাহলে নিরাপত্তা আরো জোরদার হবে। আঙ্গুলের ছাপ দরকার পরবেনা সিমকার্ডের জন্য।
Facebook :।।জ্ঞানের সন্ধানে।।
শুনুন মাননীয়, ”নখ বড় হয়েছে নখ কাটুন … আঙ্গুল কেন কাটছেন ??!”
আপনি কি ভাবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ হবে একটা সিম কার্ডের জন্য তার আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষন করা ? আর ডেটাবেজ যে কতটা সিকিউর সেটা “বাংলাদেশ ব্যাংকের” দিকে তাকালেই বোঝা যায়। আমার দেশের সকল তরুনের মাঝে অনেক প্রধানমন্ত্রী লুকিয়ে আছে। আগামির আধুনিক যুগে তাদের আঙ্গুলের ছাপ ও গুরুত্বপূর্ন।
দেশের আসোল জনসংখ্যার হার কত ? ভোটার পরিচয়পত্র নেই কতজন নাগরিকের ? সেই হিসেব টা কি নেই কোথাও ! এই দেশে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রিদের ও ভোটার পরিচয়পত্র নেই তারা কিভাবে সিমকার্ড রেজিষ্ট্রেশন করাবে ? স্বরন করিয়ে দিচ্ছি…. সরকার নিজ থেকে-ই তো মেধাবী শিক্ষার্থিদেরকে (টেলিটক আগামী) সিম দিয়েছে সেটা কিভাবে চালাবে তারা? NO PROBLEM ! বন্ধ করে দিবে তারা সিমকার্ড ও মোবাইল চালানো।
যোগাযোগ উন্নয়নে কাজ করবেন আপনি আর আপনি করছেন তার উল্টোটা! নিরাপত্তা দিবে প্রশাসন আর জনগনের তথ্য দিবে নির্বাচন কমিশন।
আজ সামান্য সিমকার্ডের জন্য একজন নাগরিকের প্রত্যেকটি আঙ্গুলের ছাপ নিয়ে নিচ্ছেন !!!
আরো জানতে..... ক্লিক করুন: Facebook :
।।জ্ঞানের সন্ধানে।।
আরো জানতে..... ক্লিক করুন: Facebook :
।।জ্ঞানের সন্ধানে।।
-দুরন্ত পথিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন