জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

সোমবার, ২৩ জুন, ২০১৪

রাশিয়ান মেয়ে নাতাশার চোখের অদ্ভুত ক্ষমতা


নাম নাতাশা জন্ম ১৯৮৭ সালে রাশিয়ার Saransk, Mordovia তে। সে দেখতে আমাদের মত সাধারন মানুষের মত হলেও তার আছে একটি সুপারহিউম্যান ক্ষমতা। তার চোখ আমাদের চোখের চেয়ে অধিক শক্তিশালী। আমাদের দেখার ক্ষমতার সীমাবদ্ধতা আছে কিন্তু সে তার চোখ দিয়ে মানুষের শরীরের মধ্যের অঙ্গ-প্রত্যঙ্গও দেখতে পারে। সহজ কথায় বলা যায় তার চোখের ক্ষমতা একটি এক্সরে মেশিনের সমান বা তার থেকে বেশি।

সে যখন সাধারন থাকে তখন আমাদের মত কিন্তু যখন সে তার ক্ষমতা ব্যবহার করে তখন সে কঠিন বস্তুর অপর পাশের বিষয়বস্তুও দেখতে পায়। তার এই ক্ষমতার কথা জানাজানি হলে ডিসকভারি টিম সহ আমেরিকার, রাশিয়ার বেশ কয়েকটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান তাকে নিয়ে পরিক্ষা চালায় এবং পরে ডিসকভারি টিভি চ্যানেলে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করে। তবে আজও সকলের নিকট এটা একটি রহস্য সে কিভাবে তার চেখকে এত সুপারহিউম্যান পর্যায়ে নিয়ে যায়।

http://en.wikipedia.org/wiki/Natasha_Demkina
তাকে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে।