জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

শনিবার, ১২ এপ্রিল, ২০১৪

প্রকৃতির কিছু জমাট বাঁধা সৌন্দর্য

পৃথিবীতে কত যে অদ্ভুত জিনিস আছে। প্রকৃতির খেয়ালে তৈরি হয় অদ্ভুত সুন্দর কিছু শিল্প। বরফে জমাট বাঁধা এমন কিছু সৌন্দর্যই চলুন আজ দেখি।
জমাট জলপ্রপাতঃ

পৃথিবীতে অনেক জমাট জলধারা আছে। উপরে জলপ্রপাত টি বেইজিং এর মায়ান কাউন্টিতে অবস্থিত । এ যেন প্রকৃতির হাতে গড়া অপরূপ এক শিল্প।

 

বরফের গুহাঃ


বরফ গুহা প্রাকৃতিক গুহা যা কিনা উল্লেখযোগ্য পরিমান কিছু বরফ সর্বদাই ধারন করে। এগুলর ভিতরে তাপমাত্রা সবসময় জিরো ডিগ্রীর নিচে থাকে। উপরের ছবিটি অস্ট্রিয়ার Eisriesenwelt গুহার, যা কিনা এধরনের গুহা গুলোর মাঝে সবচেয়ে বড়।
  
বরফের স্পাইকঃ

রকৃতির আরেকটি অপরূপ সৃষ্টি। চিলির আন্দিজে এমন অনেক স্পাইক দেখা যায়।
বরফের ফুলঃ
পৃথিবীর রহস্যপূর্ণ বিস্ময় গুলোর মধ্যে একটি এই বরফের ফুল। মেরু অঞ্চলেই এগুলো দেখা যায়।
দাগ কাঁটা আইসবার্গঃ


অ্যান্টার্কটিক এ অবস্থিত এসব স্ট্রাইপ সহ আইসবার্গ গুলো প্রকৃতির এক অনন্য সৃষ্টি।
গোসিয়ারঃ

মিলিয়ন বছর ধরে জমাট বেধে এইসব হিমবাহ তৈরি হয়েছে। ছবিটি আর্জেন্টিনার Perito Moreno হিমবাহর। 
বরফ ক্রিষ্টালঃ 

অতি ঠাণ্ডা মেঘ যা কিনা -১৮ ডিগ্রী তেও তরল থাকে, সেগুলো জমাট বেধে এমন আকৃতি তৈরি করে। 

জমাট বাঁধা স্রোতঃ


এটা সত্যিকারের স্রোত নয়। বরফ এমন আকৃতি নিয়েছে যেন স্রোত জমাট বেধে আছে। অপূর্ব নয় কি?
এমন কত যে সৌন্দর্য ছড়িয়ে আছে, তার কটার খোঁজই বা আমরা রাখি। এসব অপূর্ব সৃষ্টি দেখলে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মাথা এমনিতেই নুয়ে আসে।

সম্পাদকঃ দুরন্ত পথিক